ক্লাব আমেরিকার কাছেও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ
প্রাক-মৌসুমের প্রস্তুতিতে আবারও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনার কাছে হেরেছিল তারা। এবার ধাক্কা খেল ক্লাব আমেরিকার বিপক্ষে। মেক্সিকোর ক্লাবটির বিপক্ষে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
আজ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ম্যাচে ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে কার্লো অ্যানচেলোত্তির শিষ্যরা।
সান ফ্রান্সিসকোর ওরাকল পার্কে ক্লাব আমেরিকার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এদিন ম্যাচের শুরুতেই হোঁচট খায় রিয়াল। ম্যাচের পঞ্চম মিনিটে ক্লাব আমেরিকাকে এগিয়ে নেন স্ট্রাইকার হেনরি মার্টিন।
সেই ধাক্কা কাটিয়ে ২২ মিনিটে রিয়ালকে খেলায়া ফেরান করিম বেনজেমা। ম্যাচে সমতা টেনে বিরতির পর লিড পেয়ে যায় দলটি। ৫৫ মিনিটে হ্যাজার্ডের গোলে স্কোরলাইন ২-১ করে রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে সফল স্পট কিকে গোলটি করেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে গোল করে ম্যাচে ড্র টানে ক্লাব আমেরিকা। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আলভারো ফিদালগো। অবশ্য এই গোলটিও আসে পেনাল্টি থেকে। ৮২ মিনিটে রিয়াল বক্সের ভেতর প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে বসেন ভিনিসিয়াস তোবিয়াস। ফলে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে দলকে ড্রয়ের স্বস্তি দেন আলভারো।
যুক্তরাষ্ট্র সফরে নিজেদের তৃতীয় এবং শেষ প্রীতি ম্যাচে আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৮ টায় জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।