খারাপ সময়ে লারার দ্বারস্থ কোহলি!
খুবই খারাপ সময় পার করছেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ব্যাটে রান আসছে না। আইপিএলে পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন। এমন অবস্থায় গতকাল শনিবার নিজেদের ম্যাচ শেষে কোহলিকে দেখা গেল সানরাইজার্স হায়দরাবাদ দলের মেন্টর ব্রায়ান লারার সঙ্গে কথা বলতে।
ক্যারিবিয়ান কিংবদন্তির কাছ থেকে কী পরামর্শ নিলেন কোহলি? ভারতের সংবাদমাধ্যমে এ নিয়ে চলছে গুঞ্জন।
আইপিএলের ম্যাচ শেষ হলে সাধারণত দেখা যায় তরুণ ক্রিকেটাররা বিরাট কোহলির থেকে পরামর্শ নিচ্ছেন। তাদের অনেক টিপসও দেন কোহলি। কিন্তু শনিবার দেখা যায় অন্য ছবি। ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ব্যাটারের সঙ্গে কথা বলছেন কোহলি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে সেই কথোপকথনের মুহূর্তগুলো টুইটারে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘ক্রিকেট নিয়ে কথা বলার কোনো খারাপ সময় হয় না। এ রকম দেখতেই ভালো লাগে।’
গত আড়াই বছর ধরে কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। ক্যারিয়ারের শুরুতে ফর্মহীনতা কাটাতে ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দ্বারস্থ হয়েছিলেন কোহলি। এবার তাঁকে লারার সঙ্গে কথা বলতে দেখা গেছে।
সেই সময়ে শচীন এবং লারা ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী। দুজনের মধ্যে কে সেরা―সেটা নিয়ে ক্রিকেটবিশ্ব দুই ভাগে বিভক্ত থাকত। ক্রিকেটে ব্যাটিংয়ের দুই অভিজ্ঞতার নাম শচীন এবং লারা। এবার দেখার ত্রিনিদাদের রাজপুত্রের উপদেশ কাজে লাগাতে পারেন কি না কোহলি।