খেলোয়াড় নয়, স্বয়ং কোচ পেলেন লাল কার্ড
ফুটবল ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় নিয়ম বহির্ভূত কাজ করলে হলুদ বা লাল কার্ড দেওয়া হয়। তবে কাতার বিশ্বকাপে দ্বিতীয় লাল কার্ড কোনো খেলোয়াড় নয়, পেয়েছেন স্বয়ং কোচ। যার হাতে থাকে দলের দায়িত্ব, দলের অভিভাবক যিনি-তিনিই পেলেন লাল কার্ড। যদিও দলের পক্ষে কথা বলতে গিয়ে, এই অঘটনের শিকার হয়েছেন কোচ পাওলো বেন্টো।
আজ সোমবার দক্ষিণ কোরিয়া-ঘানা ম্যাচ শেষে ঘটেছে এই অঘটন। শেষ মুহূর্তে কর্নার পেয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে রেফারি কর্নার না দিয়ে ম্যাচ শেষ করায় ক্ষুব্ধ হন কোরিয়ান কোচ পাওলো বেন্টো। তর্ক জুড়ে দেন রেফারির সঙ্গে। এজন্য বেন্টোকে দেখতে হয় লাল কার্ড।
ম্যাচটিতে ৩-২ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়া। শেষ মিনিটে কর্নার পাওয়ায় হয়তো সেখান থেকে গোলের আশা করেছিলেন কোচ বেন্টো। আশা দেখেছিলেন সমতায় ফেরার। কিন্তু কর্নার না দিয়ে খেলা শেষ করেন ইংল্যান্ড বংশোদ্ভূত রেফারি অ্যান্টনি টেলো। তাতে চটে যান দ. কোরিয়ার কোচ। তর্ক জুড়ে দেন টেলোরের সঙ্গে। ফলে লাল কার্ড দেখান রেফারি।
লাল কার্ডের কারণে দক্ষিণ কোরিয়ার পরবর্তী ম্যাচ পর্তুগালের বিপক্ষে মাঠে থাকতে পারবেন না বেন্টো। এর আগে ২০১৪ বিশ্বকাপে পর্তুগাল দলেরই ম্যানেজারের দায়িত্বে ছিলেন পাওলো বেন্টো।
কাতার বিশ্বকাপে প্রথম লাল কার্ড পেয়েছিলেন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি। ইরানের বিপক্ষের ম্যাচটিতে সেদিন লাল কার্ড দিয়েছিলেন গুয়াতেমালার রেফারি মারিও।