গাজী গ্রুপকে হারিয়ে সুপার লিগে রূপগঞ্জ টাইগার্স
লক্ষ্যটা খুব একটা বড় নয়। জয়ের জন্য রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের চাই ২০৬ রান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে এই রান তাড়া করে জয় তুলে নেয় তারা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এই ম্যাচে রূপগঞ্জ জিতেছে চার উইকেটে।
আজ বৃহস্পতিবার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে গাজী গ্রুপ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেনি। দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা।
পরে অধিনায়ক আকবর আলী ও মারুফ জুটি দলের বিপর্যয় ঠেকান। দুজনে ৮৩ রানের চমৎকার জুটি গড়ে দলকে একটা মাঝারি সংগ্রহ এনে দেন। সাজঘরে ফেরার আগে আকবর ৫৬ বলে ৪৮ রান করেন। আর মারুফ ১১২ বলে ৫৬ রান করেন। পরে ভারতীয় গুরিন্দার সিং ৫৯ বলে ৪৯ ও মিম করেন ৪১ বলে ৩১ রান করেন।
জবাবে রূপগঞ্জ ফজলে মাহমুদের ব্যাটিং দৃঢ়তায় জয় ঘরে তোলে। ফজল ৭৪ করেন এবং পাকিস্তানের সাদ নাসিম ২০ বলে অপরাজিত ২১ করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। আর আফিফ ৪৯ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন।
এই জয়ের সুবাদে ১০ ম্যাচে পয়েন্ট ঝুলিতে পুরেছে রূপগঞ্জ। তারা আছে পাঁচ নম্বরে। তাদের পরেই আছে গাজী গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ : ৫০ ওভারে ২০৫/৭ (মারুফ ৫৬, আকবর ৪৮, গুরিন্দার ৪৯, মিম ৩১, মারাজ ৭* ; নাসুম ১০-৩-২২-২, মুকিদুল ১০-০-৫৪-২, ফরহাদ রেজা ৭-০-৩৫-১, এনাম জুনিয়র ১০-২-২৬-২)।
রূপগঞ্জ টাইগার্স: ৪৭.৪ ওভারে ২০৮/৬ (মিজানুর ১৪, আসিফ ৪৯, ফজলে মাহমুদ ৭৪, সাদ ২১*, ফরহাদ রেজা ১৯*; জয়নুল ৮.৪-০-৩৬-২, গুরিন্দার ১০-০-৪৩-১, মারাজ ৮-০-৪১-১, আল আমিন ৫-০-২২-২)।
ফল: রূপগঞ্জ টাইগার্স চার উইকেট জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফজলে মাহমুদ।