গানে গানে শাকিরার খোঁচা, ক্যাসিও পরে পিকের জবাব
জেরার্ড পিকে-শাকিরার ১১ বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে গত বছর জুনে। পিকের নতুন করে প্রেমে জড়ানোর পর পারস্পরিক সমঝোতায় আলাদা হয়েছেন দুজন। আলাদা হলেও তিক্ততা শেষ হয়নি। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি ছিলই। তা যেন আরেকটু উস্কে দিল কিছুদিন মুক্তি পাওয়া শাকিরার একটি গানে।
সেই গানের সুরে সুরে পিকেকে খোঁচা দিয়ে অনেক কথা বলেছেন শাকিরা। বলা চলে, পুরো গানটাই পিকেকে খোঁচা মেরে। যার জন্য শাকিরাকে ছেড়েছেন পিকে, তাকে ক্যাসিও ঘড়ি আর নিজেকে রোলেক্স ঘড়ি দাবি করে শাকিরা গান। লিরিক্সটা অনেকটা এমন—ক্যাসিওর জন্য রোলেক্স হারালে! পুরো গানে পিকের প্রতি ঘৃণা ঝেড়েছেন এই পপ তারকা।
গানটির ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই লুফে নিচ্ছেন দর্শকরা। মাত্র ২৪ ঘণ্টায় গড়েছে রেকর্ড। এখন পর্যন্ত গানটি দেখা হয়েছে ১২২ মিলিয়নেরও বেশিবার। এমনকি গড়েছে ইউটিউবে আপলোড হওয়া লাতিন গানগুলোর মধ্যে অল্প সময়ে সর্বোচ্চ ভিউর রেকর্ড।
পিকেকে ধুয়ে দিলেন শাকিরা। তা আবার দর্শক মহলেও সমাদৃত হলো। বার্সেলোনার সাবেক এই স্প্যানিশ তারকা অবশ্য চুপ থাকেননি। শাকিরাকে জবাব দিয়েছেন হাসতে হাসতে। সম্প্রতি পিকে একটি সেভেন-এ-সাইড ফুটবল লিগ চালু করতে যাচ্ছেন, যার স্পন্সর হয়েছে ক্যাসিও।
জাপানি ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির একটি ঘড়ি হাতে ভিডিওতে এসে পিকে দেখালেন তা। হাতের ক্যাসিও ঘড়ি দেখিয়ে বলেন, এই ঘড়ি আমি বাকি জীবন ব্যবহার করতে পারব। এমন মোক্ষম খোঁচায় জমে উঠেছে পুরনো দ্বন্দ্ব।