গুজব কান দিয়ে এমন কাণ্ড করল নিউজিল্যান্ড : আফ্রিদি
পাকিস্তানের মাটিতে খেলতে এসে নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটে। টুইটারে চলছে কথার যুদ্ধ। পাকিস্তানের ক্রিকেটাঙ্গন স্বাভাবিকভাবেই খুব হতাশ।
ক্রিকেটবিশ্বও বিষয়টিকে সহজে হজম করতে পারছে না। সবাই একটা বিষয়ে একমত যে, কিউইদের এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটকে আবারও বিপদে ফেলে দিল!
টুইটারে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি লিখেছেন, ‘সব রকমের নিশ্চয়তা দেওয়ার পরও একটা গুজবের ওপর ভিত্তি করে তোমরা সফর স্থগিত করলে! নিউজিল্যান্ড, এর প্রভাব তোমরা বুঝতে পারছ?'
পাকিস্তান অধিনায়ক বাবর আজম লিখেছেন, ‘হুট করে সিরিজ স্থগিতের এমন সিদ্ধান্তে খুবই হতাশ। এ সিরিজটা পাকিস্তানের কোটি ক্রিকেট সমর্থকের মুখে হাসি ফোটাতে পারত। আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সামর্থ্য ও বিশ্বাসযোগ্যতার ওপর পূর্ণ আস্থা আছে আমার। তারা আমাদের গর্ব, সব সময়ই থাকবে।’
এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন পিসিবির পাশে দাঁড়িয়ে লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য বিষয়টা লজ্জার। এভাবে শেষ মুহূর্তে সফর স্থগিতের সিদ্ধান্ত খেলাটার ওপর বড় আর্থিক প্রভাব ফেলবে। আশা করি নিরাপত্তার ব্যাপারটার সমাধান হবে, আবারও পাকিস্তানে ক্রিকেট ফিরবে।’
পাকিস্তানি পেসার হাসান আলী লিখেছেন, ‘এমন খবর পাওয়ার পর আমাদের সমর্থকেরা কেমন হতাশ হবেন, সেটা ভেবেই কষ্ট পাচ্ছি। বিশ্বকে আবারও বলতে চাই, আমাদের দেশ ক্রিকেটের জন্য নিরাপদ।’
সবকিছু ঠিকঠাকই ছিল। আজ শুক্রবার রাওয়ালপিন্ডিতে মাঠে গড়ানোর কথা ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। কিন্তু খেলা তো দূরের কথা, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও টস মাঠে গড়ায়নি। নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও মাঠেই আসেননি।
পরে জানা যায়, নিরাপত্তা ইস্যুতে ম্যাচের আগ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
আনুষ্ঠানিক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হওয়ার কথার ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের। তারপর সেখান থেকে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে লাহোর যেতো আমাদের দল। কিন্তু পাকিস্তানে হুমকির মাত্রা বেড়ে যাওয়ায় বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টারা যে পরামর্শ দিয়েছেন; তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হয়েছে, ব্ল্যাকক্যাপসরা এই সফরে আর খেলবে না। দলকে ফেরত নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে।’
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক পাকিস্তানের। রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। ১৮ বছর পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড।