ঘরের মাঠেও ছাড় দেবে না রিয়াল মাদ্রিদ
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দারুণ করেছে রিয়াল মাদ্রিদ। দাপুটে ফুটবল উপহার দিয়ে তুলে নিয়েছে বড় জয়। জয়ের ব্যবধান বেশি থাকায় স্বাভাবিকভাবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যাওয়ার পথে এগিয়ে আছে স্প্যানিশ ক্লাবটি।
তবে এই আত্মবিশ্বাসে ভর করে থাকতে চাইছে না রিয়াল। ফিরতি লেগে ঘরের মাঠেও চেলসিকে ছাড় দেবে না তারা। চেলসিকে তাই হালকাভাবে নিচ্ছে না রিয়াল মাদ্রিদ। যেমনটা জানিয়েছেন, রিয়ালের ডিফেন্ডার কাসেমিরো।
স্ট্যামফোর্ড ব্রিজে গত বুধবার রাতে করিম বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। আজ মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
স্পোর্টস স্টারের প্রতিবেদন অনুসারে ফিরতি লেগের আগে কাসেমিরো বলেন, ‘সম্ভবত গত সপ্তাহে লন্ডনে আমরা চলতি মৌসুমে আমাদের সেরা ৯০ মিনিট খেলেছি এবং সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনের কাছাকাছি যেতে একটি বড় ধাপ এগিয়ে আছি। কিন্তু আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারি না। টমাস টুখেল (চেলসির কোচ) যা বলেছেন তা আমরা সবাই শুনেছি। আমরা এই ফাঁদে পা দেব না। আমরা জানি, এটি কঠিন ম্যাচ হবে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আমরা ম্যাচটিকে হালকাভাবে নেব না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি।’
একই সঙ্গে ঘরের মাঠে ভক্তদের সুবিধাও কাজে লাগাতে চান কাসেমিরো, ‘আমাদের ভক্তদের মাঠে থাকতে হবে এবং শুরু থেকেই সাপোর্ট দিতে হবে। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারি না। সমর্থকদের স্টেডিয়ামে থেকে একটি দুর্দান্ত আবহ তৈরি করতে হবে, যাতে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে পারি।’
এদিকে রিয়ালের মাঠে লড়াই করার কঠিন পরীক্ষা নিয়ে তুখেল বলেছেন, ‘অ্যাওয়ে দল হিসেবে বার্নাব্যুতে পারফর্ম করা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। বিশেষ করে যদি ফল পক্ষে আনতে হয়। এটি এমন পর্যায় যেখানে আমাদের সামর্থ্যের চেয়েও বেশি দিতে হবে।’