ঘরের মাঠে পয়েন্ট হারালো বার্সেলোনা
বার্সেলোনার সামনে সুযোগ ছিল লিগ টেবিলে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। ঘরের মাঠে জিরোনার বিপক্ষে সেই সুযোগ মিস করেন জাভি হার্নান্দেজের শিষ্যরা। লা লিগার ২৮তম রাউন্ডে গতকাল সোমবার (১০ এপ্রিল) দিনগত রাতে ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্রতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকে কাতালানরা।
কাতালান ডার্বিতে নামার আগে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা। এই ম্যাচ জিতলেই ব্যবধান দাঁড়াতো ১৫ পয়েন্টে। লিগ টেবিলে কাতালুনিয়ান ক্লাব জিরোনার অবস্থান ১১তম। সহজ জয়ই আশা করেছিল বার্সা।
ম্যাচে ফেভারিটের মতোই খেলেছে বার্সা। গোটা ম্যাচে জিরোনার গোলমুখে শট নিয়েছে ১৮টি। যার তিনটি অন টার্গেট শট। তবে, বার্সাকে একাই জয়বঞ্চিত করেছেন জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। বিশেষ করে ম্যাচের ৯৪ মিনিটে গাভির একটি হেড থেকে যখন গোল প্রায় নিশ্চিত, দারুণ ক্ষিপ্রতার সঙ্গে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গাজ্জানিগা।
এর আগে প্রথমার্ধে রোনাল্ড আরাউহোর একটি ফ্লিক গোললাইন বরাবর বাঁচান গোলরক্ষক। সেটি গোল কি না তা নিশ্চিত হননি রেফারি। লা লিগায় গোললাইন টেকনোলজি না থাকায় ভিএআরের সাহায্য নেন রেফারি। পরে তা গোল নয় বলে সিদ্ধান্ত নেন তিনি। শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হয় দুদলই। ম্যাচ শেষ হয় ০-০ স্কোরলাইনে।
২৮ ম্যাচ শেষে লিগে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা মাদ্রিদের সংগ্রহ ৫৯ পয়েন্ট।