ঘরের মাঠে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে হার দিয়ে শুরু করা ম্যাচচেস্টার সিটি গত তিন ম্যাচে ছিল দারুণ উজ্জ্বল। কিন্তু, ঘরের মাঠে ফের ধাক্কা খেল প্রিমিয়ার লিগের ক্লাবটি। সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের মাঠে পয়েন্ট হারাল পেপ গুয়ার্দিওলার দল।
গতকাল শনিবার ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি।
যদিও বলের দখল ও আক্রমণ—দুটোতেই এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচে ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৬টি শট নেয় ম্যানসিটি। কিন্তু, এর মধ্যে কেবল একটি ছিল অনটার্গেট। অন্যদিকে, সাউদাম্পটনের ১০ শটের দুটি লক্ষ্যে ছিল।
আসরে টানা তিন জয়ের পর পয়েন্ট হারাল ম্যানসিটি। এবারের মৌসুমে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে লিগ শুরু করে সিটি। এরপর ঘরের মাঠে নরিচ সিটির বিপক্ষে ৫-০ জয় পায়। জয় তুলে নেয় আর্সেনালের বিপক্ষেও। সেটিও ছিল ৫-০ গোল ব্যবধানের। শেষ লেস্টার সিটির মাঠে ১-০ গোলে জিতেছিল সিটি। কিন্তু, সাউদাম্পটনের বিপক্ষে চেনা ছন্দে দেখা গেল না সিটিকে।
চলতি লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। ৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে সাউদাম্পটন। সিটির সমান পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তিনে, চেলসি চারে ও এভারটন পাঁচে আছে।
দিনের অন্য ম্যাচে অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ের মাধ্যমে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে প্রিমিয়ার লিগের অন্যতম ক্লাবটি। পাঁচ ম্যাচে চার জয় এবং এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।