ঘরের মাঠে বার্সেলোনার আরেকটি হার
নিজেদের ছন্দ ফিরে পেয়ে লা লিগায় কিছুটা লড়াইয়ে ফিরেছিল বার্সেলোনা। কিন্তু সেই ছন্দ ক্রমেই হারিয়ে ফেলছে তারা। সেটা আবার নিজেদের ঘরের মাঠে। গতকাল রোববার রাতে নিজেদের মাঠে রায়ো ভাইয়েকানোর কাছেও হেরে গেল কাতালান ক্লাবটি।
কাম্প ন্যুতে রোববার রাতে লা লিগার ম্যাচে রায়ো ভাইয়েকানোর কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। চলতি মৌসুমে লিগে ভাইয়েকানোর বিপক্ষে দুবারই হারল বার্সেলোনা। এর আগে প্রথম লেগেও দলটির কাছে ১-০ ব্যবধানে হেরেছিল কাতালান ক্লাবটি। সেটি ছিল প্রতিপক্ষের মাঠে। এবার নিজেদের মাঠেও হারের তিক্ততা নিয়ে মাঠ ছাড়ল বার্সা।
এ ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের মাঠে টানা তিন ম্যাচে হারল বার্সেলোনা। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ গোলে হারার পর লা লিগায় কাদিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। এবার হারল রায়ো ভাইয়েকানোর কাছে।
বার্সেলোনার হারের কারণে রিয়াল মাদ্রিদের শিরোপার লড়াই আরো সহজ হয়ে গেল। শিরোপা জিততে আর মাত্র এক পয়েন্ট চাই রিয়াল মাদ্রিদের।
চলতি লিগে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।