ঘরের মাঠে ভারত সিরিজ নিয়ে আশাবাদী লিটন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারতের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। বারবার তীরে এসে বাংলাদেশের তরি ডুবলেও লড়াই করে বুক চিতিয়ে। ভারত এখন বাংলাদেশে। খেলবে তিনটি ওয়ানডে ও দু'টি টেস্ট। একদিনের ক্রিকেটে টাইগাররা সবসময় সমীহ জাগানিয়া প্রতিপক্ষ। তার ওপর খেলা নিজেদের মাঠে।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সিরিজে অধিনায়কত্ব পাওয়া লিটন কুমার দাস বললেন সেই কথাই। লিটনের মতে, "ভারত সবসময় ভালো দল। তবে ঘরের মাঠে আমরাও ভালো খেলি। পরিচিত কন্ডিশন, দর্শকের সমর্থন আমাদের দিকেই বেশি থাকবে।"
অধিনায়ক লিটন দলে পাচ্ছেন তিনজন অভিজ্ঞ খেলোয়াড়কে যারা দেশকে সার্ভিস দিচ্ছেন প্রায় দেড় দশক ধরে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমদের পাওয়াটা সৌভাগ্য। লিটন অকপটে বললেন তা, "উনাদের অভিজ্ঞতা অনেক। অধিনায়ক হিসেবে তাদের পাওয়াটা সৌভাগ্য। আশা করি ম্যাচের সময় বড় ভাইরা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।"
তিন সিনিয়রের কাছে যেমন প্রত্যাশা করছেন লিটন, তার কাছেও তেমন প্রত্যাশা থাকবে সবার। দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যাকরণসিদ্ধ ব্যাটার অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতে কতটা কী করতে পারেন, তা জানা যাবে সিরিজ জুড়ে। তবে লিটনে আস্থাশীল সবাই, তা হতে পারে ভালো করার টোটকা।