চট্টগ্রামের উইকেট কাজে লাগাতে চায় সাকিবের বরিশাল
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম তারকাবহুল দল ফরচুন বরিশাল। যার নেতৃত্বে সাকিব আল হাসান। কিন্তু টুর্নামেন্টের প্রথম পর্বে খুব একটা ভালো করতে পারেনি বরিশাল। প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে তারা। তবে দুই পরাজয়ের হতাশা ভুলে চট্টগ্রামে ব্যাটিং ট্র্যাকে জ্বলে উঠতে চায় সাকিব আল হাসানের দল।
আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের ছন্দে ফিরতে চায় বরিশাল।
আজ বৃহস্পতিবার অনুশীলনে যোগ দিয়ে এমনটাই জানালেন, বরিশালের উকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। তিনি মনে করেন, চট্টগ্রামে ভালো ক্রিকেট দেখতে পাবেন ক্রিকেট ভক্তরা।
অনুশীলন শেষে সোহান বলেন, ‘চট্টগ্রামের উইকেট খুব ভালো। আমরা দুই ম্যাচ হেরেছি, এই মাঠে ঘুরে দাঁড়াতে চাই। এখানে ভালো প্রতিযোগিতা হবে। দুই ম্যাচ হারায় আমরা একটু ব্যাকফুটে আছি। এখান থেকে ব্যাক করাটা এখন আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই উইকেটে রান বেশি হয়। আমরাও চেষ্টা করব এই মাঠে ভালো করতে।’
বিপিএলের আগে করোনায় আক্রান্ত হন সোহান। কোভিড জটিলতা কাটিয়ে পুরো ফিট হতে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।
বরিশালের এই ব্যাটার বলেন, ‘আমার করোনা হওয়ার পর থেকে একটু ফিট হতে একটু সময় লাগছে। একটু রিদমে আশাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আজ লম্বা সময় নেটে ছিলাম। চেষ্টা করছিলাম পুরোদমে ফিরতে। চেষ্টা করব দলকে সাফল্য এনে দিতে।’
সোহান আরো বলেন, ‘শুধু আমি নই, অনুশীলনে সবাই চেষ্টা করছে। সবাই যেন শতভাগ দিতে পারে সে জন্য কঠোর অনুশীলন করে যাচ্ছে। সবাই দল হিসেবে খেলতে চায়। আমরা জয়ে ফিরতে চাই। দলের যতটুকু দরকার ততটুকু দিয়ে জয়ের ট্র্যাকে ফেরাই আমাদের এখন মূল উদ্দেশ্য। আমাদের দলে ৮ জনের মতো ব্যাটার। এই মাঠে সেটা কাজে লাগিয়ে আমরা ভালো করতে চাই।’