চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের খেলা শুরু
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের প্রথম ইনিংস দ্বিতীয় দিনেই শেষ হতে পারত। তবে মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনের দৃঢ়তায় নবম উইকেট জুটিতে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ রান। তাতে কোনোমতে দ্বিতীয় দিন পার হলেও ফলোঅনের শঙ্কা রয়ে গেছে।
আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন শেষে আজ ব্যাটে নেমেছে বাংলাদেশ।
উইকেটে মেহেদী হাসান মিরাজ ৩৫ বল থেকে ১৬ রান এবং ইবাদত হোসেন ২৭ বল থেকে ১৩ রান করে অপরাজিত রয়েছেন। এরই মধ্যে তাঁদের জুটি থেকে এসেছে ৩১ রান। দ্বিতীয় দিনে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৩৩ রান।
এর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়েছিলেন লিটন দাস ও অভিষিক্ত জাকির হাসান।
ভারত প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। সব উইকেট হারিয়ে ১৩৩.৫ ওভারে ৪০৪ রান করেছিল লোকেশ রাহুলের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেছিলেন চেতেশ্বর পুজারা। আর বাংলাদেশের পক্ষে চারটি করে উইকেট নিয়েছিলেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
৪০৪ রানের জবাবে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাট করতে নামে বাংলাদেশ। শূন্য রানেই আউট হয়েছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে ফলোঅনের শঙ্কা দেখা দেয়।
তবে মিরাজ-ইবাদতের ব্যাটে ভর করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। ফলোঅন এড়াতে এখনও দরকার ৭২ রান। হাতে রয়েছে মাত্র দুই উইকেট।