চতুর্থ ম্যাচে একাদশের বাইরে সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম তিন ম্যাচের প্রথম একাদশে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু টিম ম্যানেজমেন্টের সেই আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। ব্যাটে-বলে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশি তারকা। তাই কলকাতা নাইটরাইডার্সের চতুর্থ ম্যাচে দলের বাইরে রাখা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।
আজ বুধবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় কলকাতা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিং নেন অধিনায়ক ওয়েন মর্গ্যান।
কলকাতা একাদশে দুটি পরিবর্তন আনে। সাকিবের জায়গায় আসরে প্রথমবার সুযোগ পান সুনিল নারাইন। হরভজন সিংয়ের জায়গায় খেলেন কমলেশ নাগরকটি।
প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সাকিব ৫ বলে করেন ৩ রান। আর বোলিংয়ে ৪ ওভারে ৩৪ রানে দিয়ে শিকার করেন একটি।
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন এক উইকেট। আর ব্যাট হাতে ৯ বলে ৯ রান করেন।
তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সাকিব ২ ওভারে ২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। আর ব্যাট হাতে ২৫ বলে ২৬ রান করেন।