চলছে আইপিএলের নিলাম : এখন পর্যন্ত কে কোন দল পেল
আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছে আরো দুটি ফ্র্যাঞ্চাইজি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস। তাই আরো রোমাঞ্চকর হতে চলেছে এবারের আইপিএল। এই পরিস্থিতিতে আজ শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় আইপিএলের মেগা নিলাম।
এই লিগে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। ১৫ কোটি রুপি দিয়ে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মোহাম্মদ সিরাজকে ৭ কোটি টাকা দিয়ে ধরে রাখে দল।
একই ভাবে এমএস ধোনিকে ১২ কোটি টাকা দিয়ে ও রোহিত শর্মাকে ১৬ কোটি রুপি দিয়ে ধরে রাখে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।
নিলামে কে কোন দল পেল :
শ্রেয়স আইয়ারকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে নিল কলকাতা নাইট রাইডার্স
মোহাম্মদ শামিকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে নিল গুজরাট টাইটানস
কুইন্টন ডি কককে ৬ কোটি ৭৫ লাখ রুপিতে নিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে নিল দিল্লি ক্যাপিটালস
মানিশ পাণ্ডেকে ৪ কোটি ৬০ লাখ রুপিতে নিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারকে ৮ কোটি ৫০ লাখ রুপিতে নিল রাজস্থান রয়্যালস
রবিন উথাপ্পাকে ২ কোটি রুপিতে নিলাম থেকে কিনল চেন্নাই সুপার কিংস
ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়কে ২ কোটি রুপিতে নিল গুজরাট টাইটানস
আইপিএলের মেগা নিলামের প্রথম দিন প্রথম ক্রিকেটার হিসেবে অবিক্রিত রইলেন ডেভিড মিলার