চাপ সামলাতে শিখছে বাংলাদেশ : সাকিব
চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি-টোয়েন্টি আসার পর অনিশ্চয়তার পারদ বেড়েছে তরতর করে। একটি দুর্দান্ত স্পেল, ব্যাট হাতে উড়িয়ে দেওয়া এক ওভার বদলে দেয় ম্যাচের চিত্র। অন্য দুই ফরম্যাটের চেয়ে এখানে স্নায়ুর চাপ বেশি। কারণ, সময় ভীষণ অল্প!
নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে দুই দলের বিপক্ষেই মাটি কামড়ে ম্যাচ বের করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের সঙ্গে জয় এসেছে শেষ বলে। এসব পরিস্থিতিতে আগে দেখা যেতো বাংলাদেশের হার সুনিশ্চিত। এবার দৃশ্যপটে পরিবর্তন। দলের এমন ইতিবাচক পরিবর্তনে খুশি অধিনায়ক সাকিব আল হাসান।
এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি অল্প সময়ের খেলা। বেশিরভাগ ম্যাচেই দেখবেন শেষ ওভারে বা তার আগের ওভারে মীমাংসা হতে। তাই ওই সময়টুকু খুব গুরুত্বপূর্ণ। স্নায়ুর চাপ সামলাতে হয় তখন। এমন অবস্থায় আমরা আগে বেশিরভাগ সময় হেরে যেতাম। দুই ম্যাচের ফলাফলে আমি বলব না জিততে শিখে গেছি, তবে শিখছি। দল হিসেবে পরিবর্তন আসছে।’
বাংলাদেশ দলের মুখস্থ একটি বাণী, ‘শিখছি।’ প্রতিবার হারার পরে সবার মুখে এক কথা। অধিনায়ক এবার সেই শেখার কথা বললেন বিজয়ী অবস্থায় থেকে। আক্ষরিক অর্থেই ইতিবাচকতা ছড়িয়ে দিচ্ছেন সাকিব। কথা বলেছেন, দলের কম্বিনেশন নিয়েও। প্রশংসা করেছেন ছেলেদের।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই আমরা উন্নতি করছি। টিম কম্বিনেশন চাইলে অনেক রকম করা যায়, কিন্তু আমাদের বিলাসিতার সুযোগ নেই। সবাই উন্নতির ব্যাপারে সচেতন, এমনটিই জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।