চুল দিয়ে গোল করেছিলেন রোনালদো!
পর্তুগাল-উরুগুয়ের ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও গোল নিয়ে চলেছে চুলচেরা বিশ্লেষণ। তাতে দেখা গেল মাথা নয়, চুল দিয়ে গোল করেছেন পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। আবার অনেকে বলছেন, গোলটির পিছনে রোনালদো নয়, শুধু ব্রুনো ফার্নান্দেসেরই অবদান রয়েছে। তবে যা-ই হোক, গোলটিতে যে রোনালদোর কোনো অবদান ছিল না, সেটি হলফ করে বলা যায় না।
সোমবার দিনগত রাত ১টায় উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। প্রথম যে গোলটি আসে তখন ম্যাচের দ্বিতীয়ার্ধ চলছিল। ডি-বক্সের বাইরে থেকে স্ট্রাইকার ব্রুনো ফার্নান্দেস গোলমুখী শট করেন। শটে তেমন জোর ছিল না, ফলে উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচেট খুব সহজেই ধরে ফেলতে পারতেন।
আর এখানেই সহজ হিসাব কঠিন করে দিয়েছিলেন রোনালদো। ফার্নান্দেসের নেওয়া শটের বলটিতে মাথা এগিয়ে দেন তিনি। তখন গোলরক্ষক সার্জিও বিভ্রান্তিতে পড়ে যান, মনে করেন বলে মাথা লেগে বাঁক বদল করবে। কিন্তু সার্জিওর অনুমানকে ভুল প্রমাণ করে ফার্নান্দেসের দুর্বল শটের বলটিই গোলে জড়ায়।
গোল শেষে গোলের অবদান রোনালদোকেও দেওয়া হলে কিছুক্ষণ পরে তা পরিবর্তন করে ব্রুনো ফার্নান্দেসের নাম ঘোষণা করা হয়। সকলে অবাক বনে যান। এ কি হলো! রিপ্লেতে দেখা যাচ্ছিল বল রোনালদোর মাথায় লাগেনি, বল সরাসরি ফার্নান্দেসের পা থেকে গিয়ে গোলে ঢুকেছে।
ম্যাচ শেষে চলে আবার বিশ্লেষণ। সেখানে দেখা গেছে, বলটি রোনালদোর মাথায় না লাগলেও চুল ছুঁয়ে গেছে। তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা বলছেন, মাথা নয়, চুল দিয়ে গোল করেছেন রোনালদো।
তবে যাই হোক, সে সময়ে রোনালদো হেড করতে না গেলে হয়তো বলটি ধরে ফেলতেন গোলরক্ষক সার্জিও। তাই গোলটির জন্য তাঁকে অবদান দেওয়া যেতেই পারে। ম্যাচটিতে ২-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। দ্বিতীয় গোলটিও করেছেন ব্রুনো ফার্নান্দেস।