চেন্নাইকে উড়িয়ে আইপিএল মিশন শুরু কলকাতার
গেল আসর ঠিক যেখানে শেষ হয়েছিল আইপিএল, গতকাল শনিবার রাতে যেন ঠিক সেখান থেকেই শুরু হলো। ১৫তম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গেলবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইটাডার্স। তবে, গেল আসরের ফাইনালে কলকাতাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে পারলেও এবার প্রথম দেখাতেই ব্যর্থ হয়েছে। নতুন আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে উড়িয়ে যাত্রা শুরু করল কলকাতা নাইট রাইডার্স।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কাল রাতে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা। প্রথম ম্যাচে হারের তিক্ততা নিয়েই শুরু হলো ধোনিদের মিশন।
এদিন আগে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেনি চেন্নাই। দলীয় ৬১ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। সেইসঙ্গে রানের গতিও ছিল মন্থর। তবে, ব্যাট হাতে ছন্দে ছিলেন নেতৃত্ব ছেড়ে দেওয়া মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে দীর্ঘ ২৮ ইনিংস পর কাল হাফসেঞ্চুরি পান তিনি। করেন ৩৮ বলে ৫০ রান। তাঁর ব্যাটে চড়েই ১৩১ রানের পুঁজি পায় চেন্নাই সুপার কিংস।
এ রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি কলকাতাকে। ছোট লক্ষ্য তাড়া করতে তারা সময় নিয়েছে ১৮.৩ ওভার। ছয় উইকেট হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় কলকাতা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৪৪ রান করেন রাহানে। ২২ বলে ২৫ রান করেন স্যাম বিলিংস। অধিনায়ক শ্রেয়াস করেন ২০ রান।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৩১/৫ (রুতুরাজ ০, কনওয়ে ৩, উথাপা ২৮, রায়ডু ১৫, জাদেজা ২৬*, দুবে ৩, ধোনি ৫০*; উমেশ ৪-০-২০-২, মাভি ৪-০-৩৫-০, বরুণ ৪-০-২৩-১, নারাইন ৪-০১৫-০, রাসেল ৪-০-৩৮-১)
কলকাতা নাইট রাইডার্স : ১৮.৩ ওভারে ১৩৩/৪ (রাহানে ৪৪ , ভেঙ্কটেশ ১৬, রানা ২১, শ্রেয়াস ২০*, বিলিংস ২৫, জ্যাকসন ৩*; তুষার ৩-০-২৩-০, মিল্ন ২.৩-০-১৯-০, স্যান্টনার ৪-০-৩১-০, ব্রাভো ৪-০-২০-৩, দুবে ১-০-১১-০, জাদেজা ৪-০-২৫-০)
ফল : কলকাতা নাইট রাইডার্স ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : উমেশ যাদব।