চেন্নাই-মুম্বাইয়ের দ্বৈরথে ইংলিশ লিগের স্বাদ পাচ্ছেন মঈন
দুদলই আইপিএলে দারুণ সফল। তারকাও কমতি নেই কোনো দলে। প্রতি আসরে দুদলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেট ভক্তরা। ব্যতিক্রম নন ক্রিকেটাররাও। ইংলিশ তারকা মঈন আলি তো জানিয়েই দিলেন, চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের ম্যাচের মতো উত্তেজনা খুঁজে পান।
আজ শনিবার (৮ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ধোনি বনাম রাহিতের লড়াই নিয়ে মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা। অপেক্ষা মাঠে গড়ানোর। তার আগে চেন্নাইয়ের ইংলিশ তারকা মঈন আলি সংবাদ সম্মেলনে বললেন, ‘আমার নজরে মুম্বাই-চেন্নাই ম্যাচ অনেকটা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুলের দ্বৈরথের মতোই উত্তেজনার মনে হয়। আইপিএলে দুটো দলই দারুণ সফল। ফলে এই ম্যাচ নিয়ে মাঠে এবং মাঠের বাইরে সকলের মধ্যে উন্মাদনা চরমে পৌঁছে যায়।’
আইপিএলের মঞ্চে এর আগে ৩৪ বার মুখোমুখি হয়েছিল দুদল। তার মধ্যে মুম্বাই জিতেছিল ২০ বার আর চেন্নাই জিতেছিল ১৪ বার। এ বার দেখার নতুন মৌসুমে কোন দল জেতে!
চেন্নাই প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও পরের ম্যাচে জয়ে ফিরেছে। আর মুম্বাই প্রথম ম্যাচেই দেখেছে হারের মুখ। তাই এই ম্যাচে জয়ে ফেরাই মূল লক্ষ্য রোহিতদের। কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে তা যে সহজে হবে না সেটাই বলাই যায়! জয়ে ফিরতে ধোনিদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে।