চোটে আক্রান্ত হয়ে ছিটকে পড়লেন মুশফিক
আগামী সোমবার জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তার আগেই একটি দুঃসংবাদ পেয়েছে টিম ম্যানেজমেন্ট। চোটে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
চোটে আক্রান্ত হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো খেলতে পারছেন না মুশফিক। আঙুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন আবাহনী অধিনায়ক।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবাহনীর ম্যাচে কিপিং করার সময় আঙুলে ব্যথা পান তিনি। মাঠে খানিকটা চিকিৎসার পর কিপিং করেন, পরে ব্যাটিংও করেন।
কিন্তু পরে ব্যথা থাকায় এক্সরে করানোর পর কিছু ধরা পড়েনি। তারপরও এক সপ্তাহের জন্য পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে। বাঁ হাতের তর্জনিতে চোট পেয়েছেন তিনি।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘মুশফিকের বাঁ হাতের তর্জনিতে ফ্র্যাকচার হয়েছে। আপাতত আমরা তাকে এক সপ্তাহের জন্য বিশ্রাম নিতে বলেছি। এক সপ্তাহ পরে আবার পর্যালোচনা করা হবে। আশা করছি দ্রুত সেরে উঠবেন তিনি।’
প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে মুশফিক ২৬৭ রান করেছেন।
এদিকে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। টেস্ট এবং ওয়ানডে খেললেও এই সফরের টি–টোয়েন্টি সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন মুশফিক।