চোট কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ওয়ার্নার
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে দল থেকে ছিটকে যান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। চোটের কারণে একে একে মিস করেছেন শেষ ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম দুই টেস্ট। এবার চোট কাটিয়ে তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দলে ফিরেছেন এই তারকা ক্রিকেটার।
আজ বুধবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ার্নার ছাড়াও স্কোয়াডে যুক্ত হয়েছেন আরো দুজন। অফ ফর্মে থাকা ওপেনার জো বার্নসকে বাদ দিয়ে নেওয়া হয়েছে তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান উইল পুকোভস্কি। এ ছাড়া ফিরেছেন পেসার শন অ্যাবট। এই তিনজন ছাড়া দলে আর কোনো পরিবর্তন নেই।
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান ওয়ার্নার। এরপর তাঁকে সতীর্থরা ড্রেসিংরুমে নিয়ে যান। তাঁর বদলি হিসেবে সেদিন দলে নেওয়া হয় আরেক বাঁহাতি ডার্সি শর্টকে। আশা করা হয়েছিল, দ্বিতীয় টেস্টে হয়তো দেখা যেতে পারে অসি তারকাকে। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। চোট পুরোপুরি সেরে না ওঠায় ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতেও দলের বাইরে থাকতে হয়েছে এই ওপেনারকে।
ওয়ার্নারের ফেরা ব্যাপারে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, ‘চোট থেকে ফিরে দারুণ উন্নতি করেছে ওয়ার্নার। এখনো সিডনি টেস্টের সাত দিন বাকি। ও যাতে খেলতে পারে তার সব রকম চেষ্টা আমরা করব।’
চার ম্যাচ সিরিজের প্রথমটিতে অ্যাডিলেডে ভারতকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। এরপর ঘুরে দাঁড়িয়ে বক্সিং ডে টেস্টে জিতে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। আগামী ৭ জানুয়ারি শুরু হবে তৃতীয় টেস্ট। এরপর ১৫ জানুয়ারি থেকে হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ ম্যাচটি।
শেষ দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড
টিম পেইন (অধিনায়ক),ডেভিড ওয়ার্নার, শন অ্যাবট, স্টিভেন স্মিথ, প্যাট কামিনস, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, ময়সেস হেনরিকস, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মাইকেল নেসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন ও ম্যাথু ওয়েড।