চোট কাটিয়ে কেপটাউন টেস্টে ফিরছেন কোহলি
চোটের কারণে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ককে ছাড়া দলও হেরেছে ম্যাচটিতে। জোহানেসবার্গে ম্যাচটিতে সাত উইকেটে হেরেছে সফরকারীরা। আজ মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে ওই ম্যাচে চোট কাটিয়ে ফিরছেন অধিনায়ক কোহলি। তৃতীয় টেস্টে ফেরার ব্যাপারটি নিজেই সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন ভারতীয় তারকা।
কোহলি ফিরলেও তৃতীয় টেস্টে পেসার মোহাম্মদ সিরাজকে পাচ্ছে না ভারত। পুরোপুরি চোট সেরে না ওঠায় তাঁর সার্ভিস পাবে না ভারত।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সিরাজের চোটের আপডেট জানিয়ে কোহলি বলেন, ‘সিরাজ স্পষ্টতই জোহানেসবার্গে টেস্টের (হ্যামস্ট্রিং) চোট থেকে সেরে উঠেছে। তবে এই বর্তমানে আমার মনে হয় না যে, সে তৃতীয় টেস্টে খেলার জন্য প্রস্তুত। ফাস্ট বোলারের ক্ষেত্রে ১১০ ভাগ ফিটনেস না থাকলে নিঃসন্দেহে আমরা কাউকে নিয়ে ঝুঁকি নিতে পারি না। কারণ আমরা জানি, এটি কতটা গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটা ‘নিগল’ বেড়ে বড় ধরনের চোট হতে পারে। সিরাজ খেলার মতো অবস্থায় নেই।’
সিরাজের জায়গা কাকে খেলানো হবে এ ব্যাপারে জানতে চাই কোহলি বলেন, ‘আমি যেমনটা বলেছি, (কে খেলবে তা নিয়ে) আমরা এখনও আলোচনা হয়নি। আমি নিজে, প্রধান কোচ ও সহঅধিনায়ক মিলে সিদ্ধান্ত নিব যে বিকল্প নিয়ে আমরা কী চাই। আমাদের স্কোয়াডের গভীরতার কারণেই আমি এমনটা বলছি। সবাই ভালো বোলিং করছে, ভালো ব্যাটিং করছে বলে আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। বিষয়গুলো বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়, তাই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভালো আলোচনার দরকার।’
পিঠের ইনজুরির কারণে জোহানেসবার্গে হওয়া দ্বিতীয় টেস্টে খেলেননি কোহলি। টস হওয়ার ঘণ্টাখানেক আগে তার ম্যাচ থেকে ছিটকে যাওয়ার খবর আসে। ম্যাচটিতে দলকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। আর কোহলির জায়গায় খেলেন হনুমা বিহারি। আজ মঙ্গলবার থেকে মাঠে গড়াবে তৃতীয় টেস্ট।