চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এমবাপ্পের কথা ভুলে গেছে রিয়াল
লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, কিলিয়ান এমবাপ্পেকে দলে নিতে না পারার ব্যর্থতা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ভুলে গেছে সবাই।
শত চেষ্টা করেও এমবাপ্পেকে দলে নিতে পারেনি রিয়াল। এই ফরাসি ফরোয়ার্ড ২১ মে পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে সই করেন। এমবাপ্পে শেষ দিকে ইউ-টার্ন দেওয়ায় স্প্যানিশ জায়ান্টদের হতবাক করে দিয়েছিল।
গতকাল শনিবার রাতে রিয়াল রেকর্ড ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে। পেরেজকে জিজ্ঞেস করা হয়েছিল এমবাপ্পেকে দলে নিতে না পারায় তিনি হতাশ ছিলেন কি না।
দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে পেরেজ বলেন, ‘আজ এমবাপ্পে নেই, আজ রিয়াল মাদ্রিদের আছে। রিয়ালা সর্বদা সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ চালিয়ে যাবে। এমবাপ্পে ইস্যুটি ভুলে গেছে সবাই, কিছুই হয়নি এতে। মাদ্রিদের দারুণ মৌসুম ছিল এটি এবং এটি ভুলে যাওয়া যাবে না।’
নকআউট পর্বের তিনটিতেই আন্ডারডগ হিসেবে বিবেচিত হওয়া সত্ত্বেও রিয়াল পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়ে ফাইনালে উঠে।
রিয়াল সভাপতি আরও বলেন, ‘আমরা সবচেয়ে বড় বাজেটের দলগুলোকে পরাজিত করে এই সাফল্য পেয়েছি। আশা করছি এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’