চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ শুরু আজ
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের লড়াই শেষ। এবার মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল। আজ মঙ্গলবার রাত থেকেই শুরু হবে কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ। শেষ আটের প্রথম দিনে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাথলেটিকোর মাদ্রিদের মতো বড় দলগুলো।
আজ রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগে মুখোমুখি হচ্ছে বেনফিকা-লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি-অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচ দুটি শুরু হবে রাত ১টায়।
ইংলিশ ক্লাব লিভারপুল দারুণ ছন্দে থাকলেও বেনফিকার বিপক্ষে তাদের রেকর্ড ভালো না। সবশেষ চার দেখায় তিনবারই পর্তুগিজ ক্লাবের কাছে হেরেছে তারা। যার মধ্যে দুবার রয়েছে বেনফিকার মাঠে হার। তাই ইয়র্গেন ক্লপের দলকে বেশ সতর্ক হয়েই লিসবন জয়ের মিশনে মাঠে নামতে হবে।
অন্যদিকে ইউরোপ সেরার মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও লা লিগা চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ।
গতবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট ম্যানসিটি দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে। স্পোর্টিং সিপিকে হারিয়ে গার্দিওয়ালার দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। ঘরের মাঠে এবার প্রথম লেগে অ্যাথলেটিকোকে হারিয়ে এগিয়ে যেতে চায় তারা। অন্যদিকে ম্যানইউকে হারিয়ে শেষ আটে ওঠা অ্যাথলেটিকো মাদ্রিদ এবার ম্যানসিটির চ্যালেঞ্জ নিতে তৈরি। তবে মাঠের লড়াইয়ে প্রথম লেগে কারা এগিয়ে যায় সেটাই দেখার অপেক্ষা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে নেইমার-মেসিদের পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো। দীর্ঘ ১৬ বছর পর গতবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ছিলেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এবারও তাঁরা নেই। ক্লাব বদলে ফেললেও চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ দুই ক্লাবের দুই মহাতারকা। ফলে এবারও মেসি-রোনালদোবিহীন হবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের লড়াই।