চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যারা
দেখতে দেখতে আরেকটি পর্ব শেষ হয়ে গেল। গতকাল বুধবার রাতের ম্যাচগুলো দিয়ে শেষ হলো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই। এবার অপেক্ষা কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চের। শেষ ষোলোর বাধা টপকে শেষ আটে ওঠাদের নিয়ে এবার হবে কোয়ার্টার ফাইনাল।
সবশেষ গতকাল রাতে শেষ আঠে উঠেছে ভিয়ারিয়াল ও চেলসি। জুভেন্টাসকে বিদায় করে টিকে রইল ভিয়ারিয়াল। আর লিলকে হারিয়ে শেষ আটের টিকের পেল চেলসি।
এই দুদলের আগে শেষ আটে ওঠে—রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও বেনফিকা।
শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে নেইমার-মেসিদের পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো। দীর্ঘ ১৬ বছর পর গেলবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ছিলেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এবারও তাঁরা নেই। ক্লাব বদলে ফেললেও চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ দুই ক্লাবের দুই মহাতারকা।
উয়েফার হেড কোয়ার্টারে আগামীকাল শুক্রবার কোয়ার্টার ফাইনালের ড্র হবে। একই দিনে ড্র হবে সেমিফাইনালেরও। আগামী মাসে হবে শেষ আটের লড়াই। যার প্রথম লেগ হবে ৫ ও ৬ এপ্রিল। ফিরতি লেগ হবে ১২ ও ১৩ এপ্রিল।
এপ্রিলের শেষ দিকে মাঠে গড়াবে সেমিফাইনাল। শেষ চারের প্রথম লেগ হবে ২৬ ও ২৭ এপ্রিল। ফিরতি লেগ হবে ৩ ও ৪ মে। প্যারিসে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে।