চ্যাম্পিয়নস লিগের দুঃখ ভুলে লা লিগায় গুরুত্ব বার্সার
ফের বায়ার্ন দুঃখে শেষ হলো বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ মিশন। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কাতালান ক্লাবটিকে। তবে এই হতাশা ভুলে আপাতত লা লিগার শিরোপা উদ্ধার করা নিয়ে ভাবছে বার্সেলোনা। কোজ জাভি এরনান্দেস জানালেন, তাদের লক্ষ্য লা লিগার শিরোপা জয় করা।
গ্রীষ্মের দলবদলে রবার্ত লেভান্দোভস্কিকে দলে ভেড়ায় বার্সা। তাতে আক্রমণ ভাগে শক্তি বাড়ে। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ভাগ্য একটু বদলালো না কাতালানদের। সেই বাদ পড়তে হলো প্রথম পর্ব থেকে।
তবে চ্যাম্পিয়নস লিগে ভালো না করলেও লা লিগায় শিরোপার লড়াই দারুণভাবে টিকে আছে বার্সা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। তাই এই মঞ্চের শিরোপাতেই চোখ তাদের। সেই সঙ্গে ভাবনা কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ইউরোপা লিগ জয়ের দিকে।
যেমনটা জানালেন কোচ জাভি। আজ শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে জাভি বলেছেন, ‘আমরা অবশ্যই লা লিগা, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ ও ইউরোপা লিগ জয়ের জন্য লড়ব। আমাদের সামনে চারটি প্রতিযোগিতা বাকি আছে এবং আমরা শিরোপা জয়ের জন্য লড়াই করব। আমাদের মৌসুমের লক্ষ্য পরিবর্তন হয়নি।’
এরপর চ্যাম্পিয়নস লিগের প্রসঙ্গ টেনে কোচ বলেন, ‘খারাপ লাগার বিষয় হলো, আমরা আর চ্যাম্পিয়ন্স লিগে নেই। কিন্তু এটাই বাস্তবতা। আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা সর্বোচ্চ দিয়ে লড়েছি। এ ব্যাপারে আমি এখনও ইতিবাচক।’