চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মেসি-নেইমারের লড়াই
উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। শেষ ষোলোতে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। মেসির দল মুখোমুখি হবে নেইমারের পিএসজির। আর রিয়াল মাদ্রিদ লড়াইয়ে নামবে ইতালির ক্লাব আতালান্তা বিপক্ষে।
আজ সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়। উয়েফার ওয়েবসাইটের খবরে জানা গেছে, শেষ ষোলোর প্রথম লেগ হবে আগামী বছর ফেব্রুয়ারিতে। আগামী ১৬, ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি হবে শেষ ষোলোর প্রথম লেগ। আর ফিরতি লেগ হবে ৯, ১০, ১৬ ও ১৭ মার্চ।
সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে শেষ ষোলোতে পিএসজি ৪-০ গোলে জিতেছিল বার্সেলোনার বিপক্ষে। পরে অবশ্য ফিরতি লেগে মেসির দলের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ফরাসি ক্লাবটি।
অবশ্য চলমান মৌসুমে খুব একটা ভালো কাটছে না বার্সেলোনার। শেষ ম্যাচে তারা জুভেন্টাসের কাছে হেরেছিল। পিএসজিও খুব একটা ভালো খেলছে না।
শেষ ষোলোর লড়াই :
ম্যানচেস্টার সিটি-বরুশিয়া মনশেনগ্লাডবাখ
বায়ার্ন মিউনিখ-লাৎসিও
চেলসি-অ্যাথলেটিকো মাদ্রিদ
লিভারপুল-লাইপজিগ
জুভেন্টাস-পোর্তো
পিএসজি-বার্সেলোনা
বরুশিয়া ডর্টমুন্ড-সেভিয়া
রিয়াল মাদ্রিদ-আতালান্তা