চ্যাম্পিয়নস লিগ থেকে রোনালদোর ম্যানইউর বিদায়
তিন দিন আগেই টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে উচ্ছ্বাসে ভাসিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু, চ্যাম্পিয়নস লিগের মঞ্চে দলকে বাঁচাতে পারলেন না এ পর্তুগিজ তারকা। পুরো ম্যাচে উত্তেজনা ছড়ালেও একপর্যায়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন রেনান লোদি। তাঁর গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল অ্যাথলেটিকো মাদ্রিদ।
ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল দিয়েগো সিমেওনের দল। এবার প্রতিপক্ষের মাঠে জিতে মোট দুই লেগে ২-১ গোলের অগ্রগামিতায় পরের পর্বের টিকেট পেল ম্যানইউ।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে ড্র করলেই বিদায়—ম্যানইউর সঙ্গে এ বাক্যটি যেন একেবারে মিলে যায়। কারণ এ নিয়ে টানা চার বার এমন অভিজ্ঞতা হলো তাদের। প্রথম লেগে ড্র করে বিদায় নিতে হয়েছে পরের লেগে।
অথচ মাত্র তিন দিন আগেই টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছিল ম্যানইউ। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে দাপট দেখিয়েও কোনো লাভ হয়নি তাদের। ম্যাচের ৬১ ভাগ সময় বল দখলে রেখে ১১বার আক্রমণ করে ম্যান ইউ। কিন্তু, একটিতেও আসেনি সাফল্য। বিপরীতে আট বার আক্রমণ করেই ফল নিজেদের পক্ষে নিয়ে যায় অ্যাথলেটিকো।
ম্যাচের ৪১ মিনিটে ভাগ্য গড়ে দেন রেনান লোদি। ফেলিক্সের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে দূরের পোষ্টে ক্রস বাড়ান গ্রিজম্যান। সুযোগ হাতছাড়া না করে হেডে ঠিকানা খুঁজে নেন লোদি। ওই ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত শেষ আটে চলে যায় অ্যাথলেটিকো। আর, ম্যানইউকে মাঠ ছাড়তে হয় হতাশা নিয়ে।