চ্যাম্পিয়নস লিগ : পিএসজি-রিয়ালের মহারণ আজ
একটা সময় ইউরোপীয় ফুটবলের বড় মহারণ বলতে ধরা হতো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার লড়াইকে। সময় বদলেছে। বদল এসেছে ফুটবল লড়াইয়ের মঞ্চেও। এখন বার্সেলোনা-রিয়ালের লড়াইয়ের চেয়ে পিএসজি ও রিয়াল লড়াই দেখতেই বেশি মুখিয়ে থাকেন ফুটবল ভক্তরা।
অবশ্য এর পেছনে কারণ আছে যথেষ্ট। একে একে সব তারকা ফুটবলারদের দলে ভিড়িয়ে রীতিমতো তারার মেলা বসিয়েছে প্যারিসের ক্লাব পিএসজি। বার্সা ছেড়ে লিওনেল মেসি প্যারিসে পাড়ি জমানোয় সেটা আরো বেড়েছে। তাই বার্সোলোনার আলো এখন পিএসজিতে।
আজ বুধবার রাতেই বড় মহারণে মাঠে নামবে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে জিতলেও খুব একটা স্বস্তিতে নেই পিএসজি। কারণ মাত্র এক গোলে ঘরের মাঠে জিতেছিল তারা। তাই আজ পা হড়কালেই বিপদ বাড়তে পারে তাদের। তাই যেভাবেই হোক হার এড়াতে হবে প্যারিসের ক্লাবটিকে।
বড় ম্যাচের আগে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে চিন্তায় ছিল পিএসজি। চোটে পড়েছিলেন এমবাপ্পে। তবে সেই শঙ্কা আপাতত কেটেছে। দলের অন্যতম তারকাকে বড় ম্যাচে পাচ্ছে পিএসজি।
পিএসজির কোচ পচেত্তিনোর আশা তাঁর শিষ্যরা নিজেদের খেলাটাই খেলবে। রিয়ালকে সমীহ করে তিনি বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হচ্ছে প্রথম লেগের সুবিধাটা ধরে রাখা। রিয়াল মাদ্রিদের প্রতি আমাদের অনেক সম্মান আছে। তারা ১৩টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এটা এমনিতে হতে পারে না। কিন্তু আমরা ভীত না। ছেলেরা নিজেদের খেলাটা খেলতে চেষ্টা করবে।’
অন্যদিকে ঘরের মাঠকে কাজে লাগানোর আশা রিয়াল কোচ কার্লো আনচেলত্তির,‘আমরা গত তিন সপ্তাহে খুব ভালো কাজ করেছি শারিরীক দিক থেকে। প্যারিসে ভালো খেলিনি। কিন্তু আমরা আত্মবিশ্বাসী মাদ্রিদে খুব ভালো একটা পারফরম্যান্স সমর্থকদের উপহার দিতে পারব।’