চ্যাম্পিয়নস লিগ ফাইনাল : দেখে নিন একাদশ
নিজেদের ১৭তম চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে নেমেছে রিয়াল মাদ্রিদ। সপ্তম ফাইনাল খেলতে নেমেছে লিভারপুল। পরিসংখ্যানে ব্যাপক ফারাক থাকলেও সাম্প্রতিক লড়াইয়ে কেউ কারো থেকে পিছিয়ে নয়। তবে এর মধ্যে থেকে কে হবে ইউরোপসেরা সেটা বোঝা যাবে আজই।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই দুলের লড়াইয়ের মধ্যে দিয়েই এবারের ইউরোপ চ্যাম্পিয়ন পাবে ফুটবল ভক্তরা।
প্যারিসের মেগা ফাইনালের জন্য সেরা দল নিয়েই প্রস্তুত লিভারপুল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। কিছুটা চোট সমস্যা ছিল এতদিন। ফাইনালের আগে সেটাও কেটে গেছে। চোট কাটিয়ে ফিরেছেন ফাবিনিয়ো ও থিয়াগো আলকান্তারা।
এ ছাড়া এই মৌসুমে এরই মধ্যে লিগ কাপ ও এফএ কাপ ঘরে তোলার পাশাপাশি প্রিমিয়ার লিগে চরম প্রতিদ্বন্দ্বিতা করা লিভারপুল আছে দারুণ ছন্দে।
ছন্দে আছে রিয়াল মাদ্রিদও। লা লিগায় পুরো আসর তাদের দুর্দান্ত কেটেছে। এরই মধ্যে শিরোপাও নিশ্চিত করেছেন করিম বেনজেমারা। লিগ শিরোপার পর চ্যাম্পিয়নস লিগের মুকুটের জন্য লড়বে কার্লো আনচেলত্তির দল।
এক নজরে দেখে নেওয়া যাক দুদলের শুরুর একাদশ কেমন হলো—
রিয়াল মাদ্রিদ একাদশ : থিবো কোর্তোয়া (গোলকিপার), কারভাহাল, মিলিতাও, আলাবা, কাসেমিরো, ক্রুস, লুকা মদ্রিচ, ভালভার্দে, ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা।
লিভারপুল একাদশ : আলিসন বেকার (গোলকিপার), আলেক্সান্ডার-আরনল্ড, কোনাতে, ফন ডাইক, রবার্টসন, ফাবিনিও, হেন্ডারসন, থিয়াগো, দিয়াজ, মোহাম্মদ সালাহ, সাদিও মানে।