চ্যাম্পিয়নস লিগ : লেভান্দোস্কিকে নিয়ে সাবধান বায়ার্ন
কয়েক মাস আগেও বায়ার্ন মিউনিখের জার্সিতে লড়েছিলেন রবার্ট লেভান্দোস্কি। সেই পোলিশ তারকাই এখন বায়ার্নের কাছে প্রতিপক্ষের শক্তির জায়গা। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে তাইতো লেভাকে নিয়ে বিশেষভাবে ভাবতে হচ্ছে জার্মান ক্লাবটিকে।
লেভান্দোস্কির বায়ার্ন অধ্যায় অতীত। লেভার নতুন ঠিকানা এখনো বার্সেলোনা। আজ মঙ্গলবার স্প্যানিশ ক্লাবটির হয়ে নিজের সাবেক ক্লাব বায়ার্নের বিরুদ্ধে লড়বেন এই স্ট্রাইকার। আগের দুই আসরে বার্সার মাথা ব্যথার কারণ ছিলেন লেভা। আজ সেই লেভাই বার্সেলোনার তুরুপের তাস।
তা ছাড়া লা লিগায় দারুণ ছন্দে আছেন লেভা। দলের হয়ে গোলও পাচ্ছেন নিয়মিত। লা লিগার ছন্দ এবার চ্যাম্পিয়নস লিগে দেখাতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা। লড়াইটা আজ শুধু বার্সা বনাম বায়ার্ন নয়, বলা চলে বায়ার্ন বনাম লেভান্দোস্কির।
গত আট বছরে বায়ার্নের হয়ে ৩৭৫ ম্যাচে লেভা গোল করেছিলেন ৩৪৪টি। চুক্তি ভেঙে এই মৌসুমে বার্সায় যোগ দেন তিনি। বার্সায় নাম লিখিয়েই ৬ ম্যাচে এরই মধ্যে ৯ গোল করে ফেলেছেন তিনি। এ বার তাঁর পাখির চোখ পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করা। তাইতো লেভাকে নিয়ে উদ্বেগ বাড়ছে বায়ার্ন ম্যানেজার ইউলিয়ান নাগেলসমানের।
বায়ার্ন কোচ বলেছেন, ‘গোলের সামনে সে তাদের দলের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। আমি চাই, সে যেন অনেক বছর ধরে এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারে। শারীরিক ফিটনেস ধরে রাখতে পারলে এই পর্যায়ে আরও কয়েক মৌসুম খেলতে পারবে সে। গত কয়েক বছর ধরে সে বছরে প্রায় ৪০টি করে গোল করছে। এই মৌসুমেও সে তেমনই অর্জনের পথে যাত্রা ভালো করেছে। আমাদের তার দিকে পাস ও ক্রস বন্ধ করে দিতে হবে। তবে এই দলে আরও বেশ কয়েকজন খুব ভালো খেলোয়াড় রয়েছে।’
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।