চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের বিরুদ্ধে মিরাকল চায় লিভারপুল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ রাতে মুখোমুখি হবে ইউরোপিয়ান দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্ণাব্যুতে লিভারপুলকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়নরা। আজ বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ সময় দিনগত রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ড থেকে ৫-২ গোলের বড় জয় নিয়ে ফেরে মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে পাওয়া বড় জয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছে লস ব্ল্যাংকোরা। তবুও সতর্ক মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কারণ, ৩ গোলে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সেরা দুটি কামব্যাকের ইতিহাস লিখেছিল লিভারপুল। যার একটির সাক্ষী আনচেলত্তি নিজে।
২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এসি মিলানের সঙ্গে ৩-০ গোলে পিছিয়ে পড়েও প্রথমে সমতা ফেরায় লিভারপুল। পরে টাইব্রেকারে মিলানকে হারিয়ে শিরোপা জিতে নেয় অলরেডরা। মিরাকল অব ইস্তাম্বুল নামে খ্যাত সেই ফাইনালে মিলানের কোচ ছিলেন আনচেলত্তি। আরেকটি ইতিহাস রচিত হয় ২০১৯ সালের সেমিফাইনালে। প্রথম লেগে ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারার পর দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে ৪-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। পরে সেই আসরের শিরোপাও জেতে লিভারপুল।
তবে আজ রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাজটা যে সহজ হবে না তা ভালো করে জানেন লিভারপুল কোচ। তবু আশা ছাড়তে নারাজ ক্লপ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘আমাদের যদি ১ শতাংশ সম্ভাবনাও থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের হারানোর কিছু নেই। যখন আপনার হারানোর কিছু থাকবে না, তখন আপনিই সুবিধাজনক অবস্থানে থাকবেন।’
লিভারপুল ও ক্লপকে চেনেন বলেই প্রথম লেগের ফলের পরও সতর্ক মাদ্রিদ কোচ আনচেলত্তি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের প্রতি আমার বার্তাটা সহজ। আমাদের প্রথম লেগের মতো ভালো খেলতে হবে। প্রথম মিনিট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে। অন্য কিছু ভাবার সুযোগ নেই। খেলা এখনও উন্মুক্ত। আমাদের সেরাটা দিয়ে আক্রমণ করতে হবে।’
অ্যানফিল্ডে প্রথম লেগে মো সালাহ ও নুনেজের গোলে এগিয়ে গিয়েও করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারে লিভারপুল। রাতে কোনো অঘটন না ঘটলে আসর থেকে লিভারপুলের ছিটকে পড়া ৯০ মিনিটের ব্যাপার মাত্র।