চ্যাম্পিয়ন কুমিল্লাকে কৃতিত্ব দিলেন সাকিব
বিপিএলের ফাইনালে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিল কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল। ম্যাচ জুড়ে দুদলই লড়াই করেছে সমানে সমান। কিন্তু শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে জয় পেয়েছে কুমিল্লা। ফাইনালের মতো ম্যাচে এমন নার্ভ ধরে রাখার সাফল্যে কুমিল্লাকেই কৃতিত্ব দিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার বিপিএলের ফাইনালে বরিশালকে এক রানে হারিয়েছে কুমিল্লা।ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে অনুষ্ঠানে বরিশাল অধিনায়ক সাকিব বলেছেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে। দুই দলই অনেক ভুল করেছে। দিন শেষে কুমিল্লার কৃতিত্ব প্রাপ্য, তারা শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখেছে।’
টুর্নামেন্ট সেরা সাকিব যোগ করেন, ‘কুমিল্লা যেভাবে স্নায়ু চাপ ধরে রেখেছে... শেষ ২-৩ ওভার সহজ ছিল না। শেষে শহিদুল অসাধারণ কাজ করেছে, মুস্তাফিজ দারুণভাবে সাপোর্ট দিয়েছে। সুনিল বল হাতেও দুর্দান্ত ছিল। তবে আমরা এখান থেকে অনেক ইতিবাচক দিক নিতে পারি। আশা করি পরের বছর আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াব।’
মেগা ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের শুরুটা ছিল চরম হতাশার। সুনিল নারাইনের ব্যাটিং তাণ্ডবে রীতিমতো ধোঁয়া দেখেছিল বরিশাল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে সাকিব আল হাসানের দল। কিন্তু শেষ দিকে তীরে এসে তরি ডুবল বরিশালের।
বিপিএলে এর আগেও দুবার ফাইনালে উঠেছিল বরিশাল। দুবারই শূন্য হাতে ফিরতে হয়েছিল। এবার সাকিব আল হাসানের নেতৃত্বেও পারল না তারা। নিজেদের তৃতীয় ফাইনাল থেকেও শূন্য হাতে ফিরতে হলো কীর্তনখোলা নদীর পাড়ের দলটিকে। অন্যদিকে আগের দুবার ফাইনালে ওঠে বাজিমাত করা কুমিল্লা এবার ঘরে তুলল নিজেদের তৃতীয় শিরোপা।