চ্যাম্পিয়ন শেখ জামালকে হারিয়ে রানার্সআপ রূপগঞ্জ
গত ম্যাচেই জয় নিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নেমেই মুদ্রার উল্টো পিঠ দেখল ইমরুল কায়েসের দল। ব্যাটে-বলে দাপট দেখিয়ে লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারাল মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অফ রূপগঞ্জ।
আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে শেখ জামালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রূপগঞ্জ। এই জয়ে রানার্সআপ হয়ে লিগ শেষ করল সাকিব-মাশরাফীদের রূপগঞ্জ।
লিগে ১৫ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নের শিরোপা উঠেছে শেখ জামালের হাতে। সমান ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় হয়েছে রূপগঞ্জ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাট করতে নেমে আল আমিন হোসেনের বোলিংয়ের সামনে মাত্র ১১৬ রানেই অলআউট হয়েছে শেখ জামাল। মাত্র ৩৪.৪ ওভার স্থায়ী হয়েছে তাদের ইনিংস। এর মধ্যে সর্বোচ্চ ৫০ রান করেছেন ইমরুল কায়েস।
বাকিরা তেমন জ্বলে উঠতে পারেননি। মুশফিকুর রহিম করেছেন ২৫ রান। আর নুরুল হাসান সোহান ১৫ রান করেন।
রূপগঞ্জের হয়ে বল হাতে আল আমিন হোসেন একাই নিয়েছেন ৬ উইকেট। দুটি উইকেট নিয়েছেন চেরাগ জানি। আর মাশরাফী নিয়েছেন একটি উইকেট।
জবাব দিতে নেমে মাত্র ২৫.১ ওভারেই জয় তুলে নিয়েছে রূপগঞ্জ। দলের জয়ে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রাকিবুল হাসান। সাব্বির রহমান করেছেন ৩৬ রান। নাইম ইসলামের ব্যাট থেকে এসেছে ২৩ রান।