ছক্কা মেরে প্রতিপক্ষের ফ্রিজ ভাঙলেন নিতিশ রানা
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কলকাতা নাইট রাইডার্স। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর অনিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ হাতছাড়া হয় তাঁদের। তবে দল না জিতলেও খবরের শিরোনাম হয়েছেন কলকাতার ব্যাটার নিতিশ রানা। ব্যাট হাতে উজ্জ্বল থাকা নিতিশ ছক্কা হাঁকিয়ে ভেঙে দিলেন প্রতিপক্ষের ডাগআউটে থাকা ফ্রিজ।
গতকাল শুক্রবার রাতে আইপিএলের আইপিএলের ২৫তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হারে কলকাতা। দলের হারের ম্যাচে ব্যাট হাতে ৩৬ বলে ৬ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫৪ রান করেন নিতিশ রানা।
এই ইনিংস খেলার পথেই ছক্কা মারতে গিয়ে ফ্রিজের গ্লাস ভাঙেন নিতিশ। ইনিংসের ১২.১ ওভারে হায়দরাবাদের উমরান মালিকের করা বলকে থার্ডম্যান দিয়ে ছক্কা মারেন তিনি। বল বান্ডারি লাইনের বাইরে ড্রপ খেয়ে সোজা গিয়ে লাগে হায়দরাবাদের ডাগআউটে রাখা ফ্রিজে। আর সঙ্গে সঙ্গে ফ্রিজের গ্লাস ডোর ভেঙে যায়।
অবশ্য এর আগের মৌসুমেও এমনটা করেছেন নিতিশ। গেল মৌসুমে ক্যামেরার লেন্স ভেঙেছিলেন এই ব্যাটার। এবার ভাঙলেন ফ্রিজের গ্লাস। নিতিশের পাশাপাশি ব্যাট হাতে ৪৯ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত ১৭৫ রানের পুঁজি পেলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি শ্রেয়াস আইয়ারের কলকাতা।