জাদেজার ব্যাটিং তাণ্ডব, ধোনির কাছে হারল কোহলি
একজন সাবেক অধিনায়ক, আরেকজন বর্তমান অধিনায়ক। আইপিএলে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন ধোনি। চেন্নাই ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বেঙ্গালুরুকে।
প্রথমে ব্যাট করে ধোনির চেন্নাই ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে কোহলির বেঙ্গালুরুর ইনিংস থেমে যায় ১২২ রানে।
বলা যায় বেঙ্গালুরুকে একাই হারিয়েছেন রবিন্দ্র জাদেজা। প্রথমে ব্যাট হাতে ২৮ বলে ৬২ রানের ইনংস খেলেন। পরে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন তিন উইকেট।
জাদেজা ইনিংসের শেষ ওভারে পাঁচ ছক্কা, এক বাউন্ডারিতে ৩৭ রান করেন। আইপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রান করেন তিনি। অবশ্য গেইলও এক ওভারে ৩৭ তুলেছিলেন।
চেন্নাইয়ে হয়ে ফাফ দুপ্লেসিস ৫০, রুতুরাজ গায়কোয়াড ৩৩, রায়না ২৪, আম্বাতি রায়ডু ১৪ রান করেন। শেষ ওভারে জাদেজার তাণ্ডবে দলের স্কোর বড় হয়।
বড় লক্ষ্যে খেলতে নেমে মোটেও সুবিধা করতে পারেননি বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। তাই হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
পাঁচ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেন্নাই। সমান ম্যাচ খেলে সমান ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু।