জামাই শাহীনের ভুল শুধরে দিলেন শ্বশুর আফ্রিদি
সম্প্রতি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দেশটির তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। বিয়ের পর্ব শেষে এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে খেলছেন আফ্রিদি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) করাচি কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে ৩৯ রান খরচ করে ১টি উইকেট পান শাহীন। ওই ম্যাচে লাহোর কালান্দার্সের হার ৬৭ রানের ব্যবধানে। আর শাহীনের মতো তারকা বোলার কেন এমন মার খাচ্ছেন? সেই বিষয় নিয়ে মুখ খুললেন শহীদ আফ্রিদি।
গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবদেন অনুসারে পাকিস্তানি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শহীদ আফ্রিদি জানান, ‘আমি তার বোলিং পর্যবেক্ষণ করেছি। বিষয়টি নিয়ে তার সঙ্গে আমার কথা হচ্ছে। আমার মনে হয় সে স্ট্যাম্পের বেশ দূর থেকে বোলিং করছে। আপনি যদি দূর থেকে বোলিং করেন তাহলে, সেটাকে ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে ভেতরের দিকে নিয়ে আসা বেশ কঠিন।’
আফ্রিদি আরও যোগ করেন, ‘আমার মনে হয় তার ক্রিজ ব্যবহারে আরও সতর্ক হতে হবে। কিভাবে সর্বোচ্চ সুবিধা নেওয়া যায় ক্রিজ থেকে, সেদিকে বেশি মনোযোগ দিতে হবে। আমি তাকে ওয়াসিম আকরামকে অনুসরণ করতে বলেছি। সে কিন্তু স্ট্যাম্পের কাছ থেকে বল করে বাড়তি সুবিধা আদায় করে নিতো। শাহীনের উচিত তার আগের বোলিংয়ের ভিডিও দেখা এবং ভুল সংশোধন করা।’
আফ্রিদি আরও জানান, ‘শাহীন খুব চেষ্টা করছে। ডেথ ওভারে বেশি ইয়র্কার দিতে গিয়ে বারবার তিনি ফুল টস দিচ্ছেন। আর ব্যাটাররা তার এই সুযোগগুলো ভালোভাবেই কাজে লাগাচ্ছে।’
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি করাচিতে শহীদ আফ্রিদির মেয়ে আনিশাকে বিয়ে করেন শাহিন আফ্রিদি। শাহিন-আনিকার বিয়ে সম্পন্ন হয় করাচির একটি মসজিদে। সেখান উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও পাকিস্তান জাতীয় দলের বর্তমান ও সাবেক কয়েকজন ক্রিকেটার।