জিতেই চলছে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ানস লিগে উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে থাকা রিয়াল মাদ্রিদ লা লিগায় ছন্দ ধরে রেখেছে। আন্তর্জাতিক বিরতির পর টানা জিতেই চলেছে জিনেদিন জিদানের দল। জয়ের ছন্দে উড়তে থাকা রিয়াল এবার গ্রানাদাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল অ্যাথলেটিকো মাদ্রিদকে ছুঁয়েছে।
লা লিগায় গতকাল বুধবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে গ্রানাদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের পক্ষে গোল করেছেন কাসেমিরো ও করিম বেনজেমা।
বর্তমান চ্যাম্পিয়ানদের বছরের শেষ ম্যাচ এটি। এই নিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল জিদান শিষ্যেরা। জয়ের স্বস্তি নিয়ে বড় দিনের ছুটিতে যাচ্ছেন রিয়ালের খেলোয়াড়ররা।
এদিন ম্যাচের প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। নিজেদের গুছিয়ে নিয়ে বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্প্যানিশ চ্যাম্পিয়ানরা। বাঁ-দিক থেকে আসেনসিওর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে অনেকটা লাফিয়ে হেড দিয়ে ঠিকানা খুঁজে নেন কাসেমিরো।
বাকি গোলটি আসে একদম শেষ দিকে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইসকোর পাস পেয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে স্কোরলাইন ২-০ করেন বেনজেমা। মৌসুমে লা লিগায় এটি তাঁল অষ্টম গোল। আর সব প্রতিযোগিতা মিলে ১২তম গোল।
লিগে ১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। ১৫ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ভিয়ারিয়াল। ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা।