জিম্বাবুয়ে সিরিজেও ধাওয়ানের নেতৃত্বে খেলবে ভারত
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলছে জিম্বাবুয়ে। এই সিরিজের পরই তারা ভারতের মুখোমুখি হবে। আসন্ন এই জিরিজের জন্য ভারতীয় ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। শিখর ধাওয়ান ১৫ সদস্যের দলে নেতৃত্ব দেবেন। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়াও দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন দীপক চাহারও।
ধাওয়ান সম্প্রতি ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতকে ৩-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন। যেখানে রোহিত, বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরাহর মতো বেশ কয়েকজন সিনিয়রকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
রাহুল ত্রিপাঠিকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি কেমন করেন সেটাই এখন দেখার।
চোটের কারণে আইপিএল মিস করেছেন চাহার। সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত সম্পদ তিনি। শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দরও এই দলে আছেন ।
প্রসিধ কৃষ্ণা ও আভেশ খানের সঙ্গে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মোহাম্মদ সিরাজ।
জিম্বাবুয়ে সিরিজের ভারতীয় দল : শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।