জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা
লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচেই দুর্দান্ত জয় উপহার দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটে-বলের দাপটে জিম্বাবুয়েকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল।
জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে জয় উপহার দিলেন জাহানারা-নাহিদারা।
আজ বুধবার বুলাওয়েতে প্রথম ওয়ানডেতে বল হাতে ভালো করেছে বাংলাদেশ। আগে বল করে স্বাগতিক জিম্বাবুয়েকে মাত্র ৪৮ রানে গুটিয়ে দেয় সালমারা।
১৮ রান দিয়ে ৩ উইকেট নেন জাহানারা আলম। সালমা খাতুন ৭ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন সমান ৩ উইকেট। বাঁহাতি স্পিনার নাহিদাও নেন ৩ উইকেট। ৫.৩ ওভারে মাত্র ২ রান দেন তিনি।
৪৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০.৪ ওভার সময় নিয়েছে বাংলাদেশ নারী দল। ২৩৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৬ রান করেন রোমানা আহমেদ। ১১ রান করেন ফারজানা হক। আর দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন করেন যথাক্রমে ৭ ও ৮।
সবশেষ গত বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সালমারা।