জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে লাল-সবুজের দল। আজ মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
সাম্প্রতিক পারফরম্যান্সে জিম্বাবুয়ে থেকে অনেক এগিয়ে বাংলাদেশ। এক সময়ের প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এ নিয়ে টানা পাঁচটি সিরিজ জিতেছে লাল-সবুজের দল। এ ছাড়া জয় এসেছে টানা ১৮ ম্যাচে। এবার সিরিজ জয়ের পাশাপাশি জিম্বাবুয়কে প্রথমবার তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার হাতছানি সাকিব-তামিমদের সামনে।
এ ছাড়া আজ জিম্বাবুয়েকে হারাতে পারলে তাদের বিপক্ষে জয়ের হাফসেঞ্চুরি করবে বাংলাদেশ। এখন পর্যন্ত দুদলের মধ্যকার ৭৭ ম্যাচের মধ্যকার ৪৯টিতে জিতেছে বাংলাদেশ, জিম্বাবুয়ে জিতেছে ২৮টিতে।
এই সিরিজ খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। চোটের কারণে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম। সে চোট পুরোপুরি না সারলেও ম্যানেজ করে খেলছেন ওয়ানডে সিরিজে। তাই, এ সিরিজের পরই দেশে ফিরে আসছেন এই বাঁহাতি ওপেনার।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না তামিম ইকবাল। বিসিবি সূত্রে জানা গেছে, ওয়ানডে সিরিজ শেষে মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের ও তামিম ইকবাল দেশে ফিরবেন।
হাঁটুর চোটের কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তামিমকে বেশ কিছুদিন বিশ্রাম থাকতে হবে। তাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি নাও খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন।
তামিমের নেতৃত্বে প্রায় এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে শেষ সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ। এর পর ২০১১ ও ২০১৩ সালে হেরেছিল।
গত রোববার হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে তিন উইকেটে। সাকিব আল হাসানের চমৎকার ব্যাটিং ও বোলিং দৃঢ়তায় দীর্ঘদিন পর জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জয়ের সাফল্য পায় বাংলাদেশ।