জিম্বাবুয়ের মাঠে সিরিজ জেতা সহজ হবে না : তাসকিন
সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়েতে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে প্রিয় হলেও তাদের মাটিতে সিরিজ জেতা সহজ হবে বলে মনে করছেন না তাসকিন আহমেদ। যদিও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই দেশটিতে উড়াল দিয়েছে বাংলাদেশ দল।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১.৪০ মিনিটে দলের কয়েকজন সদস্যদের সঙ্গে দেশ ছাড়েন তাসকিন। তখন নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে ডানহাতি এই পেসার বলেছেন, ‘অবশ্যই (জিম্বাবুয়ের বিপক্ষে) ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে সবসময় খুব কষ্ট করেই জিততে হয়। গত বছর খেলেছিলাম, প্রত্যেক ম্যাচেই কঠিন সময় গিয়েছিল। এবারও কষ্ট করে জিততে হবে নিশ্চিত। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা। কিন্তু সহজ হবে না। আন্তর্জাতিক সব সিরিজই চ্যালেঞ্জিং।’
তাসকিন আরো বলেন, ‘সামনে বড় দুটি মঞ্চ, এশিয়া কাপ, বিশ্বকাপ। টি-টোয়েন্টিতে হয়ত আশানুরূপ পারফর্ম করছি না। সেরাটা যদি খেলতে পারি, কিছু অসম্ভব নয়। প্রত্যেক ম্যাচ থেকেই শেখার চেষ্টা করছি। টি-টোয়েন্টি দলটার ৯০ ভাগই তরুণ। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’
সূচি অনুযায়ী সিরিজে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট। হারারেতে হবে ম্যাচগুলো।
এরপর ওডিআই সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচ হবে ৫ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।
কদিন আগে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে। পরে তিনটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের দল। এবার বাংলাদেশের মিশন জিম্বাবুয়ে।