জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডের বিপক্ষে অসি দলে নেই কামিন্স
বিশ্বকাপের বছরে সব দলই ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছে। ব্যাতিক্রম নয় অস্ট্রেলিয়াও। তবে এই ব্যস্ততার মধ্যে নিজেদের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে ক্লান্তিহীন রাখতে ছুটি দিয়েছে অসিরা। জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্সকে।
আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে অসিরা। এরপর আবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। পরে আবার ভারতে ৪ ম্যাচের টেস্ট সিরিজ। ওই সিরিজগুলোতে প্যাট কামিন্সকে পুরোপুরি পেতেই এখন বিশ্রাম দিয়েছে অসি ক্রিকেট বোর্ড।
আগামী ২৮ থেকে টাউন্সভিলে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর জিম্বাবুয়ে সিরিজ শেষে ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর কেয়ার্নসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। দুটি সিরিজই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।