জুডোতে পুতিনের বড় পতন!
ক্রীড়াবিশ্বে একটি বড় পতন হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সাম্মানিক সভাপতির পদ থেকে অপসারণ করা হয় তাঁকে। আজ রোববার আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ) এই সিদ্ধান্ত নেয়।
এক বিবৃতিতে আইজেএফ জানিয়েছে, ‘ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জুডো ফেডারেশন ভ্লাদিমির পুতিনের সম্মানসূচক সভাপতির পদ স্থগিত করা হয়। সে সঙ্গে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের শুভেচ্ছাদূতের পদও স্থগিত করা হয়।’
এএফপির খবরে জানা যায়, জুডোর প্রতি ভালোবাসার কারণে সংস্থার সভাপতির পদে রাখা হয়েছিল পুতিনকে। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে জুডো ফেডারেশনের অধিকাংশ দেশের সংস্থার চক্ষুশুল হয়ে এই পদ হারান তিনি।
পুতিন জুডোর সঙ্গে জড়িত অনেক আগে থেকেই। ১১ বছর বয়সে জুডো খেলা শুরু করেন। ২১ বছর বয়সে লেনিনগ্রাদে জুডোতে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সে ধারাবাহিকতায় ২০০৮ সালে আইজেএফের সভাপতির পদ পান পুতিন। আর ২০১৪ সালে কারাতের অষ্টম র্যাঙ্ক পান তিনি।
ইউক্রেনে হামলার কারণে খেলার দুনিয়ায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। রাশিয়া থেকে সরানো হয়েছে ফুটবলের মেগা ইভেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ও ফর্মুলা ওয়ানের আসর। আর এবার জুডো ম্যাটে পুতিনের পতন হয়।