জুভেন্টাস ছাড়ছেন রোনালদো?
রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন তিনি। কিন্তু স্পেনের দলটি ছাড়ার পর এই টুর্নামেন্টে আর সাফল্যের দেখা পাননি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল মঙ্গলবার রাতে পোর্তোর কাছে অ্যাওয়ে গোলের নিয়মে হেরে আরও একবার চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে জুভেন্টাস। এরপরই রোনালদোর ইতালি ছাড়ার আলোচনা আরও জোরাল হয়।
ডেইলি মেইলের খবরে জানা গেছে, করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জুভেন্টাস। গত মাসে ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, চলতি মৌসুমের প্রথম ৬ মাসে ক্লাবের ক্ষতির পরিমাণ ১১৩.৭ মিলিয়ন ইউরো। আর রোনালদোর পেছনে ক্লাবের প্রতি বছর খরচ হচ্ছে ৮৫ মিলিয়ন ইউরো। এই চুক্তি শেষ হচ্ছে ২০২২ সালে। সে কারণে তাঁকে ছেড়ে দিলে জুভেন্টাসের ক্ষতির পরিমাণ অনেকটাই কমবে।
জুভেন্টাস ছাড়লে কোন দলে যেতে পারেন রোনালদো। শোনা যাচ্ছে, আবার নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন পর্তুগিজ এই তারকা। আলোচনায় আছে পিএসজির নামও। কারণ আগামী মৌসুমে নেইমার বা এমবাপ্পের দল ছাড়ার আলোচনা রয়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেওয়ার আলোচনা রয়েছে।
ডেভিড বেকহ্যাম এরই মধ্যে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মেসি বা রোনালদোকে নিজের দলে নিতে চান তিনি। তা নিয়েও আলোচনা হচ্ছে।
আজ বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হচ্ছে পিএসজি ও বার্সেলোনা।