জৈব সুরক্ষাবলয়ে প্রিমিয়ার লিগ, ভাঙলেই শাস্তি
আগামী ৩১ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আসরের ১২টি দল বিসিবির খরচে জৈব সুরক্ষাবলয়ে থাকবে। আর জৈব সুরক্ষাবলয় ভাঙলে শাস্তির বিধান রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ক্লাব কর্মকর্তা ও অধিনায়কদের সঙ্গে বৈঠক করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এই সিদ্ধান্ত নিয়েছে।
এ ব্যাপারে সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন বলেন, ‘যদি কেউ নিয়ম ভাঙেন আর্থিক জরিমানা বা বহিষ্কার করা হতে পারে তাঁকে। প্রয়োজনে হলে দলের পয়েন্টও কাটা হতে পারে। বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।’
এদিকে জৈব সুরক্ষাবলয়ে ঢোকার আগে প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের ক্রিকেটার ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ৩০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯জন পজিটিভ হয়েছেন। বাকিদের কাল আবার করোনা পরীক্ষার নমুনা দেওয়ার কথা।
২৯ মে দলগুলো জৈব সুরক্ষাবলয়ে প্রবেশ করবে। ৩১ মে খেলা শুরু হবে।
টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের লিগের খেলা হবে তিনটি ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, বিকেএসপি ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলা হবে।
প্রিমিয়ার ক্রিকেট লিগের ১২ দল
আবাহনী লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর, পারটেক্স স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও খেলাঘর ক্রীড়া চক্র।