জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের দারুণ জয়
লক্ষ্যটা বড় নয়। জিততে হলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে করতে হতো মাত্র ২৩০ রান। এই রান তাড়ায় মোটেই বেগ পেতে হলো না প্রাইম ব্যাংকের। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সকে স্রেফ উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আজ মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তামিম ও বিজয়। দুজন মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ২৩৪ রান। সেঞ্চুরির দেখাও পেয়েছেন দুজন। দুজনের অপরাজিত জুটিতে ১৪০ বল হাতে রেখে জয়ের নাগাল পেয়ে যায় প্রাইম ব্যাংক।
ওপেনার তামিম সেঞ্চুরি করতে খেলেন মাত্র ৭৭ বল। এবারের লিগে এটিই তামিমের প্রথম সেঞ্চুরি। অবশ্য আজকের ম্যাচ নিয়ে তামিম মাত্র খেলেছেন তিনটি ম্যাচ। এর আগে গত ম্যাচে নিয়েছেন ৯০ রান, আর নিজের প্রথম ম্যাচে করেছেন ৮ রান। আজকের ম্যাচে শেষ পর্যন্ত ৮১ বলে ১০৯ রানের ইনিংস উপহার দিয়েছেন তামিম। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৯ বাউন্ডারি ও ৭ ছক্কায়।
আরেক ওপেনার বিজয় আজ স্পর্শ করলেন নতুন রেকর্ড। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিজয়। রেকর্ড ছুঁয়ে বিজয় তুলে নিয়েছেন সেঞ্চুরি।
৯৩০ রান নিয়ে আজ সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন বিজয়। ওপেনিংয়ে নেমেই নিজের লক্ষ্য ছোঁয়ার পথে হাঁটছিলেন তিনি। অবশেষে নাগাল পেয়ে গেলেন রেকর্ডের। রূপগঞ্জ টাইগার্সের পেসার নাহিদের বল আলতো টোকায় কাভারে পাঠিয়ে এক মৌসুমে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন বিজয়। রেকর্ড গড়েও অবশ্য থামেননি বিজয়। ১২১ স্ট্রাইক রেটে ৮২ বলে তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকাতে বিজয় খেলেন ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। শেষ পর্যন্ত ৮৪ বলে ১১২ রানের ইনিংস খেলেন বিজয়।
এর আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ২২৯ রান করে রূপগঞ্জ টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন সাদ নাসিম। ৫৮ রান করেন মার্শাল আয়ুব।