জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামত বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় এখন কালকের ম্যাচটি হতে যাচ্ছে সিরিজ জয়ের মিশন।
জিতলে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টির শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবে বাংলাদেশ। তাই জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের সেরাটা দিতে পারলে জেতা সম্ভব বলে মনে করেন দলের তরুণ সদস্য শরিফুল ইসলাম।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। গতকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরল জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজের শেষটি হবে শিরোপা নির্ধারণী। আগামীকাল রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের জন্য লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। কালকের ম্যাচটি দুদলের জন্যই ফাইনালই ধরা যায়। তাই এই ফাইনাল ম্যাচের দিকেই তাকিয়ে বাংলাদেশ। ফাইনাল ম্যাচটিতে নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘কালকের ম্যাচ আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতো। কালকে যদি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের সেরাটা দিতে পারি তাহলে সহজেই জিততে পারব বলে আমার মনে হয়। প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমরা ইতিবাচক থাকব। দেখা যাক খেলা শেষে কী হয়। তবে এখন আমরা পজিটিভ আছি যে জিতব। জেতার মনোভাব নিয়েই নামব।’
চোটের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ। তাঁর অভাব পূরণের চেষ্টা করছেন শরিফুল, ‘মুস্তাফিজ ভাই এখন একটু চোটে ভুগছেন। উনি না থাকাতে দল একটু চাপে আছে। আমি চেষ্টা করছি, দল যেন চাপে না থাকে। যদি কোনো বাজে বল করি, মুস্তাফিজ ভাই আমাকে অনুশীলনে বা ম্যাচের পর সেটা নিয়ে বলেন। অনুশীলনে কোনো ভুল হলে উনি অনেকটা কোচের মতোই শিখিয়ে দেন।’
শরিফুল আরো বলেন, ‘ওটিস গিবসনের সঙ্গে অনেক কাজ করেছি। তিনি আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ব্যাটসম্যানকে কীভাবে পড়তে হয় সে ব্যাপারে। তারপর নতুন বলে ও পুরাতন বলে সবকিছু অনুশীলন করছি। সেগুলো ম্যাচে প্রয়োগ করার পর ভালো ফল আসছে।’