জয়ের ছন্দে উড়ছে রিয়াল মাদ্রিদ
লা লিগায় দারুণ ছন্দে উড়ছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচেই বার্সেলোনাকে উড়িয়ে দেওয়া রিয়াল এবার পেল আরেকটি জয়। নিজেদের ছন্দ ধরে রেখে এলচের মাঠে বড় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
লা লিগায় বুধবার রাতে এলচের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। দলের পক্ষে গোল করেছেন ফেদে ভালভেরদে, করিম বেনজেমা এবং মার্কো আসেনসিও।
এদিন ম্যাচের ১১তম মিনিটেই লিড পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে গোলটি করেন ফেদে ভালভেরদে। এরপরের দুটি গোল আসে দ্বিতীয় অর্ধে। ৭৫ মিনিটে ব্যবধান দ্গিুণ করেন দুদিন আগে আগে র্বষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। আর শেষ দিকে স্কোরলাইন ৩-০ করেন মার্কো।
চলতি লিগে এই নিয়ে ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ের পর ২৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।