জয়ের ছন্দ ধরে রাখতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। সাত উইকেটের বড় জয় নিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এই জয়ের ছন্দ ধরে রাখতে আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও জিটিভি। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ থাকছে।
বিশ্বকাপের প্রস্তুতিকে মাথায় রেখে এই সিরিজটি হচ্ছে। তবে অবাক করার মতো হলো—নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের এক জনও নেই এই লড়াইয়ে। তবে, বাংলাদেশের দল এখনও ঘোষণা না করলেও এই সিরিজের স্কোয়াডের আদলেই হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। তাই সবার চাওয়া সিরিজটি দারুণভাবে শেষ করার।
সে আশার প্রথম ধাপ ভালোভাবে পার করেছে বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচেও জয় চাই বাংলাদেশের। যেমনটা শোনালেন অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘জিততে পারায় খুবই ভালো লাগছে। নিউজিল্যান্ডের বিপক্ষে কিছু ম্যাচ আমরা হেরেছি। আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। সেটা করে দেখিয়েছি। অবশেষে জয় পেলাম। ভালো লাগছে। আমরা আবারও এমনভাবে কামব্যাক করতে চাই। এই ম্যাচের মতো এমনটাই করতে চাই। এটি কেবলই শুরু। আমাদের আবার মাঠে নেমে এই পারফরম্যান্স ধরে রাখতে হবে।’
বাংলাদেশে পা রাখার পর থেকেই কন্ডিশন নিয়ে সতর্ক ছিল নিউজিল্যান্ড। মন্থর উইকেটে পরীক্ষা দেওয়ার জন্য বেশ প্রস্তুতিও নিয়েছে তারা। কিন্তু মূল লড়াইয়ে সেই উইকেটই বাধা হয়ে দাঁড়াল কিউইদের সামনে। মন্থর উইকেটে ব্যাটিং ব্যর্থতায় বাজেভাবে হেরেছে সফরকারীরা। তবে ম্যাচ শেষে দলটির অধিনায়ক টম ল্যাথাম জানালেন, এই ভুল থেকেই শিক্ষা নিয়ে ভিন্ন কিছু করতে চায় নিউজিল্যান্ড।
গতকাল বুধবার ম্যাচটিতে ব্যাট করে নেমে ১৬.৫ ওভারে ৬০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ইতিহাসের সর্বনিম্ন স্কোর এটি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালেও প্রথমবার ৬০ রানে অলআউট হয়েছিল কিউইরা। এবার আরেক বার পেল সর্বনিম্ন রানের লজ্জা।
শেষ পর্যন্ত ম্যাচটিতে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। এটাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।
ম্যাচ পর কিউই অধিনায়ক ল্যাথাম বলেন, ‘প্রথম ম্যাচ ছিল এটি। আশা করি আজ যা হয়েছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারব আমরা। আমাদের জন্য ব্যাপারটি হলো, এই কন্ডিশনে পথ খুঁজে বের করা। দেশের চেয়ে এখানে সবকিছু পুরো আলাদা। তাই বোঝার চেষ্টা করছি, এই উইকেটে ভালো স্কোর কেমন। আমরা বোঝার চেষ্টা করছি এখানে ভালো স্কোর কত এবং সেই স্কোরে আমরা কিভাবে পৌঁছতে পারি। দেশে যে পথ বেছে নেই আমরা, সেটির চেয়ে পুরো ভিন্ন কিছু খুঁজতে হবে। আমি নিশ্চিত, ছেলেরা এখান থেকে অনেক শিখবে।’
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং ও ম্যাট হেনরি।